দীর্ঘ প্রতীক্ষার পর খুলছে পূর্ব বর্ধমান জেলার কালনা আদালত
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: দীর্ঘ প্রতীক্ষার পর খুলছে পূর্ব বর্ধমান জেলার কালনা আদালত। ৭জন বিচারক এবং ১০ জন আইনজীবীর যৌথ আলোচনার পরই খুলছে কালনা আদালত। তবে আদালত খুললেও জারি থাকছে বেশ কিছু সাবধানতা মূলক ব্যবস্থা ও নিয়মাবলী । সামাজিক দূরত্ব বজায় রেখেই হবে আদালতের যাবতীয় কাজ। থাকছে আদালতে সানিট্যাইজেশনের ব্যবস্থা। আদালত কক্ষে থাকতে পারবে দুজন আইনজীবী। জরুরি বিষয় ছাড়া শুনানি নিষিদ্ধ থাকছে আপাতভাবে।
জানা যায় বুধবার জেলা বিচারকদের সাথে আদালত খোলা নিয়ে ভিডিও কনফারেন্স এ আলোচনা হয় হাইকোর্ট এর বর্ষীয়ান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এর। তাঁর নির্দেশ মেনে, সবরকম করোনা মোকাবিলার পর্যাপ্ত ব্যাবস্থার শর্তকে প্রাধান্য দিয়েই কালনা আদালতের বিচারকমন্ডলী এবং আইনজীবীদের যৌথ আলোচনার মাধ্যমেই খোলা হচ্ছে কালনা আদালত।
No comments