পাঁশকুড়া ব্লকের রঘুনাথবাড়ি এলাকায় বিজেপি ও সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: পাঁশকুড়া ব্লকের রঘুনাথবাড়ি অঞ্চল তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদসভার আয়োজন করা হয়।সম্প্রতি বিরোধী সিপিআই এমের পক্ষ থেকে তৃনমূল পরিচালিত রঘুনাথবাড়ি গ্রামপঞ্চায়েতে স্বজন পোষনের বিরুদ্ধে সোচ্চার হয় ও বিক্ষোভ প্রদর্শনও করে বলে অভিযোগ।এই ঘটনার প্রতিবাদ জানিয়ে পাল্টা সভা করলো তৃনমূল কংগ্রেস।রঘুনাথবাড়ি গ্রামপঞ্চায়েতের প্রধান অজিত সামন্ত অভিযোগ করেন,এসব পরিকল্পিত ভিত্তিহীন অভিযোগ।পাশাপাশি এলাকায় বিজেপিও রাজ্যসরকারের বিরুদ্ধে ও রঘুনাথবাড়ি গ্রামপঞ্চায়েত নিয়েও নানারকম জনমানসে ভুল তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে।এই কারনেই চলে রঘুনাথবাড়ি অঞ্চল তৃনমূলের পক্ষ থেকে প্রতিবাদ সভা।তবে এদিন ৫৫ জন সিপিএম ও বিজেপি থেকে তৃনমূলে যোগদান করেন স্থানীয় এলাকা থেকে।এদের তৃনমূলের দলীয় পতাকা তুলে দেন পঞ্চায়েত প্রধান অজিত সামন্ত।
No comments