ভবানীচক পেট্রোল পাম্পের অদূরে পথ দূর্ঘটনায় বাবা ছেলের মৃত্যু
মালবোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল ঝন্টু মাঝি(৫৬)ও সুকদেব মাঝি(৩৫)নামের দুই মৎস্য ব্যবসায়ীর।বুধবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার ভবানীচক রেড রোজ সংলগ্ন এলাকায়।জানা গিয়েছে, এদিন সকালে দুজন মৎস্য ব্যবসায়ী একটি বাইকে করে বাসুদেবপুর থেকে এগরা যাওয়ার সময় এগরার দিক থেকে আসা একটি মাল বোঝাই লরি ওই বাইক চালকদের ধাক্কা মেরে পালিয়ে যায়।এরপর ঘটনাস্থলে মৃত্যু হয় ওই দুজন মৎস্য ব্যবসায়ীর।এই ঘটনার পর এগরা পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ গুলিকে উদ্ধার করে নিয়ে যায়।
No comments