রক্তদান শিবিরের আয়োজন করল বড়সশুল চেতনা সংস্থা
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পূর্ব বর্ধমান জেলার বড়শুলে আয়োজিত হয় একটি রক্তদান শিবিরের। রক্তদান শিবিরের আয়োজন করেন বড়সশুল চেতনা সংস্থার কর্মকর্তারা। প্রায় ৩০ জন রক্তদাতা রক্তদান করেন রক্তদান শিবিরে।
লকডাউন এর ফলে বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের অভাব থাকায় এই রক্তদান শিবিরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান চেতনা সংঘের সদস্যরা।
রক্তদান হলো কোনো প্রাপ্ত বয়স্ক, সুস্থ মানুষের স্বেচ্ছায় রক্ত দেবার একটি পক্রিয়া। এই দান করা রক্ত পরিসঞ্চালন করা হয়ে থাকে।
চেতনা সংস্থার রক্তদান শিবির ঘিরে প্রয়োজনীয় সব রকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিলেন উক্ত সংস্থার পক্ষ থেকে। নিয়ম মেনে নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়েই প্রত্যেকে রক্ত দান করেন।
No comments