শিলিগুড়িতে একই পরিবারের পাঁচ জন করোনায় আক্রান্ত
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
ফের শহর শিলিগুড়িতে করোনা আক্রান্তের হদিস মিলল। এইবার শিলিগুড়ির চম্পাসারি দেবীডাঙ্গা এলাকার পাঁচ জন করোনায় আক্রান্ত। তারা প্রত্যেকেই একই পরিবারের। জানা গিয়েছে যে দেবীডাঙ্গার ওই পরিবার ছয়জন করোনার উপসর্গ নিয়ে ডিসান সারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর তাদের লালার নমুনা সংগ্রহ করা হয়। এবং ওই ছয় সদস্যের মধ্যে পাঁচ জনের রিপোর্ট পজিটিভ আসে। এর পাশাপাশি আরও জানা গিয়েছে যে ওই পাঁচজনের কোন ট্রাভেল হিস্ট্রি নেই। তবে ওই পাঁচজন কার কার সংস্পর্শে এসেছে তা খতিয়ে দেখছেন প্রশাসন।
No comments