Recent comments

ads header

Breaking News

পাঁশকুড়া পুরসভার কাউন্সিলর সুমনা মহাপাত্রের উদ্যোগে এবং পরিবেশমন্ত্রী সৌমেন মহাপাত্রের ব্যবস্থাপনায় ৫০০ মানুষের হাতে তুলে দেওয়া হল নারকেল গাছ

প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: পাঁশকুড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমনা মহাপাত্রের উদ্যোগে এবং পরিবেশমন্ত্রী সৌমেন মহাপাত্রের ব্যবস্থাপনায় তাঁর পৌরএলাকায় ৫০০ মানুষকে তুলে দিলেন নারকেল গাছ।বৃহস্পতিবার সকাল থেকে নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী দাঁড়িয়ে তুলেদেন মন্ত্রী সৌমেন বাবু ও তাঁর স্ত্রী সুমনা মহাপাত্র এই চারাগাছ তুলে দেন।সৌমেন বাবু জানান,মূখ্যমন্ত্রী নারকেল গাছ লাগানোর বিষয়ে উৎসাহ দেওয়ার কারনে এবং সম্প্রতি আমফান ঝড়ে রাজ্যে ব্যপক পরিমান গাছ নষ্ট হওয়ায়,প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যে এই গাছ দেওয়া হচ্ছে। আগামী দিনেও আরো বেশী পরিমানে গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।


No comments