তপন ব্লকে রাস্তা তৈরির দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: তপন ব্লকের দাউদপুর মোরে গ্রামবাসীদের পথ অবরোধ। রাস্তার দাবিতে পথ অবরোধ করেছেন গ্রামবাসীরা আজ সকাল থেকে। তপন করদহ সড়ক বন্ধ ফলে তপনের সঙ্গে মালদার যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে। দাউদপুর থেকে ঢেলপীর পর্যন্ত 6 কিলোমিটার রাস্তা আজও মাটির । এলাকার আনাতোর বারামপুর আজমতপুর দাউদপুরের হাজার দশেক মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন । বর্ষায় কার্যত গৃহবন্দী হয়ে পড়েছেন গ্রামবাসীরা , কারণ পুরো মাটির রাস্তা এখন কাদায় ভরে গেছে। হেঁটে যাতায়াত করা অসম্ভব তাই দ্রুত রাস্তার দাবিতে গ্রামবাসীরা কিছুদিন ধরেই বিক্ষোভ জানিয়ে আসছিল। আজ তারা পথ অবরোধের নামে। তপন ব্লক থেকে ও থানা থেকে অফিসার রা গিয়ে কথা বললেও নম্বর সাথে সাথে। গ্রামবাসীরা বিডিও সাথে সরাসরি কথা বলার জন্য দাবি জানাতে থাকেন এখনো পর্যন্ত অবরোধ ওঠেনি রাস্তার দাবিতে অবরোধ এখনো চলছে।
No comments