তমলুকে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: মঙ্গলবার রাতে তমলুক মানিকতলা থেকে রাধাবল্লভ পুর এর মধ্যবর্তী এলাকায় রাস্তা থেকে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ, তাহলেতো পৌরসভার এক কর্মী জয়ন্ত ঐদিন বাড়ি ফেরার পথে রাস্তায় দেখতে পাই দুটি কুকুর কচ্ছপের উপর হামলা চালাচ্ছে।প্রথমে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে বনদপ্তর এর সাথে যোগাযোগ না করতে পারায় পরে বৃহস্পতিবার সকালে তাম্রলিপ্ত পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান চেয়ারপার্সন প্রশাসক রবীন্দ্রনাথের হাতে তুলে দেন। সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ বাবু বনদপ্তর এ খবর দেন, সাথে সাথে বনদপ্তর এর কর্মীরা আসেন। মনস্তের কর্মীর হাতে কচ্ছপটি তুলে দেন রবীন্দ্রনাথ সেন। কচ থেকে উদ্ধার করে শংকরপুর এ নিয়ে গিয়ে রাখা হবে এমনটাই জানান বনদপ্তর এর কর্মীরা।
No comments