Recent comments

ads header

Breaking News

পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে রায়না-১ ব্লকে আদিবাসীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: আজ পূর্ব বর্ধমানের রায়না এক নম্বর গ্রাম পঞ্চায়েতের  সাত গরিয়া ঘোটিংগোড়ে এলাকায়,  পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে এলাকার দুস্থ আদিবাসী সম্প্রদায় ভুক্ত অসহায় দুঃস্থ মানুষদের  খাদ্য সামগ্রী বিলি করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভানেত্রী কাকলি গুপ্ত, যুব সভাপতি এবং পুর্ত কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য্য দেব নারায়ন গুহ ,তৃণমূল কংগ্রেস সাপোটার্স সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে সুখেন্দু কোনার , পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে জেলা সভাপতি তপন দাস, যুবনেতা চঞ্চল মালিক, বিকি ঠাকুর, গুড্ডু সাউ,অজিত বিশ্বকর্মা,রবিলাল হাঁসদা প্রমূখ নেতৃবৃন্দ ।অনুষ্ঠানে আদিবাসী এবং এলাকার দুস্থ মানুষকে আলু, পেঁয়াজ সোয়াবিন, ডাল , মুড়ি, সাবান প্রভৃতি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এলাকার বুথ সভাপতি সুখেন্দু কোনার জানান, ধারাবাহিকভাবে এই কর্মসূচি চলছে আগামী দিনেও এই ধরনের কর্মসূচি চলবে।

No comments