কাটোয়া স্টেশন বাজার সংলগ্ন তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে বিতরণ করা হলো প্রয়োজনীয় খাদ্য সামগ্রী
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশন বাজার সংলগ্ন তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে বিতরণ করা হলো প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
কাটোয়া বিধায়কের উপস্থিতে এবং মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খাদ্য সামগ্রী বন্টনের কাজ অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী, বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিখা সেনগুপ্ত, বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি চন্দ্রানী মাঝি সহ অন্যান্য তৃণমূল কর্মীবৃন্দরা।
মহামারী করোনা সংক্রমন সমগ্র দেশে ছড়িয়ে পড়েছে। যার ফলে সাধারণ মানুষদের অন্ন সংস্থান করা দুর্বিসহ হয়ে দাঁড়িয়েছে, এমত অবস্থায় মহিলা তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে অসহায় মানুষদের খাদ্য সামগ্রী তুলে দেওয়ায় খুশি এলাকাবাসি।
No comments