সেলুন কর্মীদের মাস্ক ও সানিটাইজার বিলি করল গঙ্গারামপুর রোটারি ক্লাব
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: লকডাউনের মাঝে গঙ্গারামপুরে সেলুন কর্মীদের মধ্যে মাস্ক সানিটাইজার সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করলো গঙ্গারামপুর রোটারি ক্লাব। বৃহস্পতিবার গঙ্গারামপুর রবীন্দ্রভবনে আয়োজন করা হয় একটি সচেতনতা মূলক কর্মসূচির। যেখানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর রোটারি ক্লাবের সভাপতি রাজু দাস,তুলসী রায়,দেবু বাগচী,ইন্দ্রানী সেন গঙ্গারামপুর থানার si প্যাট্রিক ক্যালকাটা সহ গঙ্গারামপুর সেলুন সমিতির সদস্যরা। এদিন প্রথমে করোনা ভাইরাস নিয়ে একটি আলোচনা করা হয় সেলুন কর্মীদের নিয়ে । এরপরে তাদের হাতে তুলে দেওয়া হয়। প্রসঙ্গত কোরোনা ভাইরাস রুখতে গোটা দেশের সাথে সাথে রাজ্য জুড়ে চলছে লকডাউন। প্রায় ২মাস অতিক্রম করেছে লকডাউন । যার ফলে গত ২মাস ধরে সমস্যায় পড়েছে গঙ্গারামপুরের সেলুন কর্মীরা। তাদের পাশে দাঁড়াতে এবারে সাহায্যের হাত বাড়ালো গঙ্গারামপুর রোটারি ক্লাব । এদিন গঙ্গারামপুর রবিন্দ্র ভবনে একটি কর্মসূচির মধ্যদিয়ে তাদের হাতে তুলে দেওয়া হলো মাস্ক,সানিটাইজার সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। আগামীতে তাদের কিছু খদ্দসমগ্রী দেওয়ার কথা জানান রোটারি ক্লাবের সদস্যরা।
No comments