হালিশহরে গলায় ফাঁস দিয়ে স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী
সৌভিক সরকার, নিউজ অনলাইন: উত্তর ২৪ পরগনার হালিশহরে গলায় ফাঁস দিয়ে নিজের স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার স্বামী। ঘটনাটি ঘটেছে হালিশহর রেল কোয়াটার সংলগ্ন এলাকায়। মৃতার নাম রিয়া ঠাকুর(১৮), অভিযুক্ত স্বামী বিশ্বজিৎ রানা। এলাকাবাসী ও মেয়ের বাড়ির অভিযোগ তাদের মেয়েকে গলায় ফাঁস দিয়ে খুন করা হয়েছে। অভিযুক্ত বিশ্বজিৎ রানা এর আগেও অপরাধমূলক কাজ কর্মের সাথে যুক্ত ছিল এমনটাই অভিযোগ মেয়ের বাড়ির লোকেদের। ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে যায় বীজপুর থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, দেহটিকে উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। বীজপুর থানার তৎপরতায় গ্রেপ্তার করা হয় স্বামীকে।
No comments