Recent comments

ads header

Breaking News

কোলাঘাট ব্লকের সাগরবাড় হাইস্কুলের প্রাক্তনীদের উদ্যোগে পুলিশ, স্বাস্থ্যকর্মী এবং সাংবাদিকদের সম্বর্ধনা

প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: করোনা ভাইরাস নিয়ে মানুষ রীতিমতোই আতঙ্কে দিন কাটাচ্ছেন।প্রশাসন মানুষকে বাড়িতে থেকে সরকারি নিয়ম বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন।পাশাপাশি দিনরাত এককরে করোনা প্রতিরোধের ঢাল হিসেবে জীবন ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন পুলিশ কর্মী ও ডাক্তার নার্সেরা।পাশাপাশি বাড়িতে বসে দেশ বা এলাকার সংবাদকর্মীরা পৌঁছে দিচ্ছেন দেশ রাজ্যের বিভিন্ন সংবাদের সাথে করোনা সম্পর্কীত যাবতথ্য মানুষের ড্রইং রুমে বা মুঠোফোনে।আর ঠিক এই কারনে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত সাগরবাড় হাইস্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির পক্ষ থেকে সংবর্দ্ধনা জ্ঞাপনের উদ্যোগ নেওয়া হলো রবিবার।এদিন দুপুর নাগাদ প্রথমে কোলাঘাটের ৬ নম্বর জাতীয় সড়কের ওপর কর্মরত চেকপোষ্টের পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের সংবর্দ্ধনা জ্ঞাপন করা হয়।এরপর মেছেদায় পথসাথী করোনা স্বাস্থ্যপরীক্ষা কেন্দ্রে কর্মরত স্বাস্থ্যকর্মী ও পুলিশ কর্মীদের সংবর্দ্ধনা ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয় এবং পরিশেষে কোলাঘাট থানায় কর্মরত পুলিশ কর্মী সহ ওসি রাজকুমার দেবনাথকেও সংস্থার পক্ষ থেকে বিশেষ সংবর্দ্ধনা দেওয়া হয়।বিশেষকরে কোলাঘাট থানার পুলিশকর্মীরা নিরলসভাবে জাতীয় সড়কে প্রহরাদিয়ে ভিনজেলা বা রাজ্যের মানুষদের যাতায়াতের বিষয়ে যেভাবে কড়া নজরদারী চালিয়ে করোনা প্রতিরোধে যে সক্রিয় ভূমিকা গ্রহন করেছে তা রীতিমতো প্রশংসনীয় বলে জানান সাগরবাড় প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির সম্পাদক সাদেক আলি।এদিন সংস্থার পক্ষ থেকে বেশকয়েকজন সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও সংবর্দ্ধনাও দেওয়া হয়।


No comments