কোরাইন্টাইন সেন্টারেই সন্তানের জন্ম নাম রাখলেন "কোরাইন্টিনো"
নিউজ অনলাইন: মণিপুরের ইমফলে একটি কোয়ারইন্টাইন সেন্টারে থাকার সময় পুত্র সন্তানের জন্ম দিলেন এক মহিলা। এবং আশ্চর্যের ব্যাপার ওই মহিলা তার পুত্র সন্তানের নাম রেখেছেন ইমানুয়েল কোরাইন্টিনো। মহিলার বক্তব্য, " আমার শিশু ভালো আছে। আমি এই কোরাইন্টাইন সেন্টারে ডাক্তারদের অনেক সহযোগিতা পেয়েছি।"
তথ্যসূত্র এবং ছবি : এএনআই
No comments