বালুরঘাট শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন, বালুরঘাট :এমনিতেই মার্চ, এপ্রিল, মে,, জুন এই চার মাস ধরেই জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্ত পেতে প্রভূত সমস্যার মুখোমুখি হতে হয় রোগীর পরিজনদের।তার উপর এবার সংগে যুক্ত হয়েছে টানা লকডাউন। তাই রক্তদাতার খোঁজ চলে সোশ্যাল মিডিয়া থেকে নানান সেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ।কিন্তু বাধ সেধেছে লকডাউনের গেড়ো। ইচ্ছে থাকলেও অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে আসতে পারছে না পরিকাঠামোগত অভাবের দরুন।সেদিকে তাকিয়েই এই সঙ্কট দূর করার জন্য আজ এক রক্তদান শিবিরের আয়োজন করল তৃনমুল যুব কংগ্রেস।
আজ বালুরঘাট শহরের একটি শীততাপ নিয়ন্ত্রিত হোটেলের হল ঘরে সোসাল ডিসটান্সের বিধি মেনে এই রক্তদান শিবিরের আয়োজন করে বালুরঘাট শহর তৃনমুল যুব কংগ্রেস। রক্তদান মহৎদান সেদিকে লক্ষ রেখেই আজকের তাদের দলের এই রক্তদান শিবিরে যুব তৃনমুলের সদস্য ও নেতৃত্বরা ছাড়া অনেক সাধারন মানুষ স্বেচ্ছায় তাদের রক্তদান করেন।
No comments