হাবড়ায় প্রতিবেশী মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় যুবকের বিরুদ্ধে
সৌভিক সরকার, নিউজ অনলাইন:
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার অন্তর্গত উপনে শিমুলপুর এলাকায় l নির্যাতিতা মহিলার বয়স আনুমানিক ২৭ বছর l অভিযোগ চলতি বছরের মার্চ মাসের ৩ তারিখে শিমুলপুর এলাকার একটি মুদিখানা দোকান থেকে বাড়ি ফেরার পথে চার যুবক মিলে প্রথমে ওই মহিলার পথ আটকায়। তারপর জোর জবরদস্তি করে পাশে একটি জঙ্গলে নিয়ে গিয়ে তাকে গণ-ধর্ষণ করে প্রতিবেশী সায়ন মণ্ডল বয়স ১৮ এবং তার বন্ধুরা l ঘটনার পরে অভিযুক্ত সায়ন মন্ডল ওই মহিলাকে হুমকিও দেয়, যে জানাজানি হলে প্রাণে মেরে ফেলবে। এরপর থেকে অভিযুক্তরা পালিয়ে বেড়াচ্ছিল। তারপর পরিস্থিতি বাড়াবাড়ি হলে চলতি মাসের ১ তারিখ হাবড়া থানায় লিখিত অভিযোগ করেন নির্যাতিতা। তদন্তে নেমে হাবড়া থানার পুলিশ পলাতক সায়ন মণ্ডল কে বারাসত বঙ্কিম পল্লী মাসির বাড়ি থেকে গ্রেফতার করেছে গতকাল রাতে। বাকীদের খোঁজে তল্লাশি চলছে। আজ সায়নকে হাবরা থানার পুলিশ বারাসাত আদালতে পাঠিয়েছে এবং পুলিশ তদন্তের জন্য সাত দিনের হেফাজত আবেদন করেছে।
No comments