কোলাঘাট ব্লকের ক্ষেত্রহাট সমবায় কেন্দ্রের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ২০০০০ টাকার চেক তুলে দেওয়া হল
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: বৃহস্পতিবার কোলাঘাট ব্লকের ক্ষেত্রহাট সমবায় কেন্দ্রের ব্যবস্থাপনায় করোনা ভাইরাসে আক্রান্ত মানুষজনদের সেবায় মূখ্যমন্ত্রীর ত্রানতহবিলে ২০ হাজার টাকার চেক তুলে দেওয়া হলো।এদিন কোলাঘাট ব্লকের বিডিও মদন মোহন মন্ডলের হাতে সমবায় কর্তৃপক্ষ ২০ হাজার টাকার চেক তুলে দেন।বিডিও মদন মোহন মন্ডল জানান,এই উদ্যোগ যথেষ্টই ভালো। লকডাউন পরবর্তী বহু ক্লাবসংগঠন, সংস্থা এবং মানুষজন কোলাঘাট ব্লক এগিয়ে এসেছেন।আগামীদিন আরো বিভিন্ন সংগঠন এগিয়ে আসার আহ্বান জানান বিডিও।
No comments