ভাতাড় ভোলানাথ সেন মেমোরিয়াল সোস্যাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন:
রক্ত সংকট পূরণের উদ্দেশ্যে পূর্ব বর্ধমানের ভাতার ব্লকে ভোলানাথ সেন মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতাড় বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল, ভোলানাথ সেন মেমোরিয়াল সোসাইটি সেক্রেটারি প্রদ্যুৎ পাল, প্রেসিডেন্ট স্বপন চ্যাটার্জী, জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ জহর বাগদি, ভাতাড় ব্লক সভাপতি দেবাশীষ ব্যানার্জি, মনোয়ার ইসলাম ,বাসুদেব যস, কৃষ্ণ বিনোদ যশ, জয়ন্ত হাটি ,সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান এবং লাদাখ সীমান্তে ভারতীয় শহীদ বীর জওয়ান দের শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
মারণব্যাধি করোনা ভাইরাস এর ফলে স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ অনুসারে ৪০ জন রক্তদাতা তাদের অমূল্য রক্ত দান করেন । সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ অধীন ব্লাড ব্যাংকের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়, এবং প্রত্যেক রক্তদাতাকে একটি করে গাছ প্রদান করা হয়। এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন রক্তদাতারা।
No comments