Recent comments

ads header

Breaking News

গঙ্গারামপুর পৌরসভার আশাকর্মী ও সাফাইকর্মীদের নিয়ে বিশেষ বৈঠক করলো পৌর প্রশাসক বোর্ড

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: গঙ্গারামপুর পৌরসভার আশাকর্মী ও সাফাইকর্মীদের নিয়ে বিশেষ বৈঠক করলো পৌর প্রশাসক বোর্ড। সোমবার গঙ্গারামপুর দেবকোট ভবনে আয়োজন করা হয়েছিল এই বিশেষ বৈঠকের।

এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা পৌর বোর্ডের সদস্য অর্পিতা ঘোষ,প্রশাসক অমলেন্দু সরকার,গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক তথা পৌর বোর্ডের সদস্য গৌতম দাস,রাকেশ পণ্ডিত,অশোক বর্ধন সহ গঙ্গারামপুর পৌরসভার সমস্ত আশাকর্মী ও সাফাই কর্মীরা। প্রসঙ্গত গত কয়েকদিন আগে মেয়াদ শেষ হয়েছে তৃণমূল পরিচালিত গঙ্গারামপুর পৌরসভার পৌর বোর্ডের। তারপরেই পৌরসভায় বসানো হয়েছে প্রশাসক। জানা গেছে গঙ্গারামপুর পৌরসভার ১৮টি ওয়ার্ড রয়েছে। বিভিন্ন সময় বেশ কিছু ওয়ার্ড থেকে জল জমা ও নোংরা আবর্জনা জমে থাকার অভিযোগ উঠে আসতো।সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখেন পৌর বোর্ডের সদস্যরা। এরমাঝে শুরু হয়েছে বর্ষা।বর্ষাতে যাতে পৌরসভার কোন ওয়ার্ডে জল কিংবা নোংরা আবর্জনা জমা না হয় সেই জন্য সোমবার গঙ্গারামপুর পৌরসভার সাফাইকর্মীদের নিয়ে বৈঠক সারলো পৌর বোর্ডের সদস্যরা। পাশাপাশি দীঘদিন লকডাউন থাকার পরে গঙ্গারামপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের পূর্ব হালদারপাড়ায় থাবা বসিয়েছে করোনা। সেই কারণে পৌরসভার আশাকর্মীদের নিয়েও এদিন বৈঠক করেন পৌর বোর্ডের সদস্যরা। বাইট  এদিনের এই বৈঠক থেকে আশাকর্মী ও সাফাইকর্মীদের বিভিন্ন অভাব অভিযোগের কথাও শোনেন পৌর বোর্ডের সদস্যরা।পাশাপাশি সাফাইকর্মীদের বিশেষ পোশাক দেওয়ার কথাও জানান সাংসদ অর্পিতা ঘোষ 

No comments