বালুরঘাট বিধানসভার চিঙ্গিশপুর এলাকায় বাম ও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন, বালুরঘাট: রাজ্যে বিগত ভোট গুলির মত আসন্ন বিধানসভা ভোটে বাম-কংগ্রেস জোট হবে কি হবেনা জল্পনার আবহে দুই পক্ষ ছেড়েই গেরুয়া শিবিরে নাম লেখালেন কয়েক জন নেতা-কর্মী। সাথে দোসর হলো সেই ই তৃনমুলের ঘাসফুল।তৃনমুল ছেড়ে গেরুয়া শিবিরেও যোগদান পর্ব জেলায় চলছে তো চলছেই। আজও তার অন্যথা হলো না।
ফের আজ তৃণমূল কংগ্রেসের বড় ভাঙ্গন যোগদান বিজেপিতে বালুরঘাট বিধানসভার চিঙ্গিশপুর এলাকায়।সাথে আরএসপি ও কংগ্রেসের প্রাক্তন প্রধান ও মেম্বার সহ শতাধিক পরিবার বিজেপিতে যোগদান করল। এদের প্রত্যেককে দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি বিনয় কুমার বর্মন ও বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ড: সুকান্ত মজুমদার ও জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার এবং রাজ্য কমিটির সদস্য নীলাঞ্জন রায় মহাশয়, ও ওই এলাকার দলের মন্ডল সভাপতি রঞ্জন কুমার মাহাতো উপস্থিত থেকে তৃনমুল, বাম ও কংগ্রেস ছেড়ে আসা প্রত্যেক সদস্যদের হাতে বিজেপির দলিয় পতাকা তুলে দিয়ে দলে সাদরে গ্রহন করে নেয়। বিজেপিতে যোগ দিয়ে এদের সবার বক্তব্য রাজ্যের মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে কি তৃনমুল কি কংগ্রেস কি বাম কোন দলের কোনও ভবিষ্যৎ নেই। তিনটে দল নেতৃত্বহীনতায় ভুগছে। তৃনমুল নেত্রীর তো আর নীজের উপর ভরসা নেই তাই তো আবার ভাড়া করে বাইরে থেকে পিকে কে নিয়ে এসেছে, তাই বিজেপি-তে এলাম।’’এই দলবদলের ফলে চেংগিসপুর এলাকায় বামেদের পাশাপাশি তৃনমুল যেমন দুর্বল হয়ে পড়লো তেমনি বিজেপি দল আসন্ন বিধানসভা ভোটের আগে তাদের জমি অনেকটাই শক্তি বৃদ্ধি করে নিল বলে স্থানিও রাজনৈতিক মহলের একাংশের ধারনা।
No comments