পূর্ব বর্ধমানের সেহারাবাজারের রথের চাকা এবার ঘুরবেনা
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: করোনা ভাইরাসের জন্য এবছর রথের চাকা ঘুরছেনা এমনটাই জানালো, পূর্ব বর্ধমানের সেহারাবাজার এলাকার রথ উদ্যোক্তারা। জনজীবন অনেকটাই স্বাভাবিক হতে শুরু করলেও এবারে রথের চাকা ঘুরছেনা। আজ সকাল থেকেই মাইকিং দ্বারা প্রচার করা হয় সেহারাবাজার সংলগ্ন এলাকায়। রথের চাকা না ঘোড়ার জন্য, উদ্যোক্তা থেকে সাধারণ মানুষ প্রত্যেকের মন খারাপ। করোনা ভাইরাস প্রতিরোধে বন্ধ রাখা হয়েছে বড়ো জমায়েত। জানা যায় জমায়েত বন্ধ রাখার নিয়মকে মান্যতা দিয়ে, করোনার বিরুদ্ধে লড়াই করতেই বন্ধ রাখা হলো এবছরের রথ যাত্রা অনুষ্ঠান।
No comments