দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর পূর্ব বর্ধমানের রাস্তায় নামলো বেসরকারি টাউন সার্ভিস বাস
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: দীর্ঘ আড়াই মাস পর শুক্রবার প্রথম পূর্ব বর্ধমানের রাস্তায় নামলো বেসরকারি টাউন সার্ভিস বাস।
ভাড়া বৃদ্ধি সহ নানা দাবির সুরাহা না হওয়ায় চলতি সপ্তাহের গোড়া থেকে বেসরকারি বাসের কার্যত দেখা মেলেনি রাস্তায়।
রাজ্য স্তরে আলোচনার পরে বৃহস্পতিবার থেকে বাস মালিকদের সংগঠন বাস চালানোর কথা জানিয়েছিলেন। বাস মালিকদের সূত্রে জানা যায়, "যত আসন ততো যাত্রী" এই নিয়মের পরে জেলায় বাস চালানোর প্রক্রিয়া শুরু হয়েছিল।
সেইমতো আজ বর্ধমানের রাস্তায় ৭-৮ টি টাউন সার্ভিস বাস চালানো হলো বর্ধমান টাউন সার্ভিস বাসনা সমিতির পক্ষ থেকে।
যাত্রীদের বাসে তোলার আগে একটি করে ছোটো স্যানিটাইজার এবং একটি করে মাস্ক তুলে দেওয়া হলো। (কল্যাণ দত্ত )
No comments