পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের দাঁড়িয়ালা নেতাজী সংঘের উদ্যোগে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আজ বিশ্বপরিবেশ পরিবেশ দিবস।বর্তমান পৃথিবী অত্যন্ত সংকটপূর্ণ অবস্থায়।দূষন গ্রাস করেছে সারা পৃথিবীতেই।অত্যাধিক গাছপালা কেটে প্রাকৃতিক সম্পদ নষ্ট করছে মানুষ।অন্যদিকে কলকারখানার দূষন,পৃথিবীর বিভিন্নপ্রান্তে জঙ্গলে দাবানলে নষ্ট হয়েছে প্রকৃতির ভারসাম্য।তাই বিজ্ঞানীরাও রীতিমতোই চিন্তিত।প্রকৃতিকে রক্ষাকরতে শুভবুদ্ধিসম্পন্ন মানুষেরা এগিয়ে আসছেন ক্ষত পৃথিবীকে পুনরায় স্বমহিমায় আগের মতো ফিরিয়ে আনার জন্য।তাই বর্তমানে ৫ ই জুন দিনটিকে বিশ্বপরিবেশ দিবস হিসেবে চিহ্নিত করে,পৃথিবীকে দূষনমুক্ত করার চেষ্টায় মানবকূল।তাই আজ পৃথিবীর বিভিন্নপ্রান্তে এই বিশ্বপরিবেশ দিবস পালন করছে বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে। শুক্রবার সকালে পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের দাঁড়িয়ালা নেতাজী সংঘের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হল।এদিন স্থানীয় এলাকায় বেশ কিছু মানুষজনদের ও দোকানদারদের চারা গাছ,ত্রিপল ও পরিবেশ বান্ধব ব্যাগ তুলে দেওয়া হয়। এছাড়াও স্থানীয় এলাকায় পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কর্মসূচী করা হয়।সংস্থার সম্পাদক দেবজিৎ প্রামানিক জানান,পরিবেশ যেভাবে প্রতিনিয়ত দূষন হচ্ছে বিভিন্নভাবে তাতে করে প্রনীকূল অত্যন্ত কংকটে রয়েছে।বিভওন্ন প্রাকৃতিক দূর্যোগ সেই বার্তাই বহন করছে।বিজ্ঞানীরাও চিন্তিত কিভাবে পুনরুদ্ধার হবে দূষনমুক্ত পৃথিবী। তাই আজকে এই বিশ্বপরিবেশ দিবসের দিনটিতে প্রকৃতির সুস্থ্যতা কামনা করেই আজকের নেতাজী সংঘের এই প্রয়াস।এলাকায় আজ কয়েকশ গাছ লাগানো হয়েছে।আগামী দিনেও আরো গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে দাঁড়িয়ালা নেতাজী সংঘের কর্মকর্তাদের।
No comments