বিশ্ব পরিবেশ দিবসের একদিন আগেই সচেতনতা মূলক অনুষ্ঠান করল কোলাঘাট সংকেত ক্লাব
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আগামীকাল ৫ ই জুন বিশ্বপরিবেশ দিবস।বিশ্বের বিভিন্নপ্রান্তেই আগামীকাল বিভিন্ন পরিবেশ সচেতনতার অনুষ্ঠান হবে।তবে একদিন আগেই বিকেলে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট কাঠচড়া ময়দানে রূপনারায়ন নদের তীরে কোলাঘাট সংকেত ক্লাবের ব্যবস্থাপনায় সূচনা হল বিশ্ব পরিবেশ দিবস পালন।ছোটছোট ছেলেমেয়েদের নিয়ে সুস্থ্য পরিবেশ গড়ার বার্তাকে সামনে রেখে করা হয় নাচ,গান,বৃক্ষরোপন ও গাছে জলঢালার মতো সমাজ সচেতনমূলক অনুষ্ঠান।সংকেতের পক্ষ থেকে দেওয়া হয় গাছ লাগানোর বার্তা দেওয়া মাস্ক।এছাড়াও গাছ লাগানোর বার্তা নিয়ে করা হয় পদযাত্রা।
No comments