সুন্দরবন এলাকার সমস্ত ক্ষতিগ্রস্থ নদীবাঁধ লঞ্চে করে পরিদর্শন করলেন শুভেন্দু অধিকারী
সৌভিক সরকার, নিউজ অনলাইন: প্রবল ঘূর্ণিঝড় আমফান এর দাপটে সন্দেশখালি বিভিন্ন জায়গায় নদী বাঁধ ভেঙে যাওয়ার পর আজ ওই সমস্ত ক্ষতিগ্রস্ত নদী বাঁধ ও মেরামতির কাজ চলা অবস্থায় পরিদর্শনে আসেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি সন্দেশখালির ছোট কলাগাছি, রায়মঙ্গল নদী হয়ে ধামাখালি, আতাপুর, মনিপুর সহ বিভিন্ন জায়গায় নদীর পরিদর্শন করে। সবশেষে তিনি ধামাখালি ফেরিঘাটে ফিরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ ডাকেন। কেন্দ্রে কংগ্রেস থাকাকালীন সন্দেশখালি বিভিন্ন এলাকায় কংক্রিটের নদী বাঁধের পরিকল্পনা করেছিলেন তৎকালীন রাজ্যের শেচ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।তারপর কেন্দ্রে বিজেপি সরকার আসার পর সেই প্রজেক্ট বাতিল করে দেয় কেন্দ্র সরকার এমনটাই দাবি করেন মন্ত্রী সুভেন্দু অধিকারি। তিনি আরো বলেন কেন্দ্র সরকার বেশি ভাষণ দিচ্ছে
No comments