Breaking News

ভাটপাড়ায় নিজের আনা বোমা নিজের হাতেই ফাঁটল দুস্কৃতীর

সৌভিক সরকার, নিউজ অনলাইন: ভাটপাড়া পৌরসভার ৩০ নম্বর ওয়ার্ড নতুন গ্রামে দুষ্কৃতীর নিজের বোমা নিজের হাতে ফেটেই আহত এক।হাতের আঙুল উড়ে যায়। মাঝ রাতে কাউকে মারার উদ্দেশ্যে মোটরসাইকেল করে এলাকায় এসেছিল কয়েকজন দুষ্কৃতী । এলাকায় ঘোড়াঘুড়ি করছিল তারা । হঠাৎ বোমা ফেটে যাওয়ার পর এলাকা থেকে চম্পট দেয় তারা। রাস্তার ওপর হাতের আঙ্গুল শিরার টুকরো পড়ে রয়েছে। ঘটনাস্থলে কয়েকটি তাজা বোমা উদ্ধার করেছে জগদ্দল থানার পুলিশ। কোথা থেকে এল এবং আহত অবস্থায় দুষ্কৃতীরা কোথায় গেল তা খোঁজ নিচ্ছে পুলিশ

No comments