নৈহাটিতে রাতের অন্ধকারে বৃদ্ধাকে হাত পা বেঁধে দুঃসাহসিক ডাকাতি
সৌভিক সরকার, নিউজ অনলাইন: উত্তর ২৪ পরগনার নৈহাটির ৫ নং বিজয়নগরের রাধাবল্লব রোডে এক বৃদ্ধাকে হাত-পা বেঁধে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ালো। মঙ্গলবার গভীর রাতে ডাকাতদল হানা দেয় বৃদ্ধার বাড়িতে। বৃদ্ধার নাম মিনতি ব্যানার্জি ,বয়স ৮০ বছর। ছেলে এবং বৌমা কর্মসূত্রে কলকাতায় থাকেন। এই সময়কে কাজে লাগিয়ে ডাকাত দল গতকাল রাতে তার বাড়িতে ঢুকে রীতিমতো বৃদ্ধাকে হাত-পা বেঁধে লুটপাট চালায়। বৃদ্ধার গায়ের সোনার গহনা সহ বাড়িতে বেশ কিছু জিনিস লুঠ করে ওই ডাকাতদল। ডাকাতরা চলে যাওয়ার পর বৃদ্ধা অনেক কষ্টে তার হাত পায়ের বাধন খুলে আত্মীয়, স্বজন, পাড়া পড়শিদের খবর দেন। তারা ঘটনাস্থলে এসে বৃদ্ধাকে উদ্ধার করেন। এরপর নৈহাটি থানার পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করেন।
ক্ষোদ নৈহাটির বিধায়কের পাড়াতেই এইরকম ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নৈহাটির বিধায়ক পার্থও ভৌমিক জানিয়েছেন ডাকাতির ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে আবেদন জানিয়েছেন তিনি পুলিশের কাছে। ডাকাতির ঘটনার তদন্তে পুলিশ ওই বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসাবাদ করছেন ।এখনও ডাকাতির আতংক কাটেনি ওই বৃদ্ধার। জনবহুল এলাকায় এরকম ডাকাতির ঘটনার প্রশ্ন তুলেছেন অনেকেই।
No comments