সেহারাবাজার আউট পোস্টের উদ্যোগে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: কোভিড ১৯ এর তান্ডবে সারাবিশ্বের মানুষ যখন বিপর্যস্ত তখন প্রকৃতিতে ফিরেছে প্রাণ।
গত দুমাসেরও বেশি একপ্রকার ঘরবন্দি বিশ্ববাসি। প্রকৃতির উপর চালানো অবিচার কমে আসায়, প্রকৃতি যেন নিজেকে মেলে ধরেছে। প্রকৃতি ফিরেছে স্বমহিমায়। দূষণ মুক্ত হয়েছে অনেকাংশেই।
করোনা সংকটে বিপর্যস্ত পরিস্থিতেই আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস।
পরিবেশ দিবসের মূল উদ্দেশ্য, পরিবেশ সম্পর্কে মানুষের মধ্যে সচেতন বাড়ানো। এবং বিগত কয়েকদিন আগে সুপার সাইক্লোন আম্ফানের প্রভাবে ভেঙে পড়েছে প্রচুর গাছপালা। বিশেষজ্ঞদের মতে এর ফলে ভবিষ্যতে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হতে পারে।
আজ পরিবেশ দিবসে ১২ টি ফলের গাছ লাগিয়ে পরিবেশ দিবস পালন করলেন C.I.C সদর সঞ্জয় কুন্ডু।
পরিবেশ দিবস পালন করা হয় সেহারাবাজার চন্দ্রকুমার ইনস্টিটিউশন ফুটবল মাঠে।
উপস্থিত ছিলেন সেহারাবাজার আউট পোস্টের S. I রাকেশ মাহাতো, এবং আউট পোস্টের অন্যান্য প্রশাসনিক কর্তাব্যাক্তিরা।
No comments