Recent comments

ads header

Breaking News

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: আজ ৫ জুন ‘বিশ্ব পরিবেশ দিবস’। কোভিড-১৯ এর তাণ্ডবে সারাবিশ্বের মানুষ যখন বিপর্যস্ত তখন প্রকৃতিতে ফিরেছে প্রাণ। গত দুমাসের ও বেশি দিন  ধরে পৃথিবীর মানুষ একপ্রকার ঘরবন্দি। প্রকৃতির ওপর চালানোর অবিচার কমে আসায় প্রকৃতি যেন নিজেকে মেলে ধরেছে। ফিরেছে স্বমহিমায়। এই বাস্তবতা থেকে নতুন করে শিখতে শুরু করেছে মানুষ। তবে সেই শিক্ষা করোনার পরও থাকবে কিনা এখন সেটিই দেখার বিষয়। চলতি বছর বিশ্ব পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্য- ‘টাইম ফর নেচার’। অর্থাৎ জীববৈচিত্র্য সংরক্ষণের এখনই সময়।
জীব বৈচিত্র্য ধংস হলে ভারসাম্য হারাবে পরিবেশ, বিরাট ক্ষতির মুখে পড়বে মানবজাতি। করোনার মত মহামারি হানা দেবে বার বার। এ অবস্থায় পরিবেশ রক্ষায় এখনই সব দেশকে নতুন করে ভাববার আহ্বান পরিবেশ বিজ্ঞানীদের। করোনার কারণে দিবসটিতে এবার সরকারিভাবে আনুষ্ঠানিক কোনো আয়োজন থাকছে না।
সরকারি কোনো অনুষ্ঠান না থাকলেও গাছ লাগানোর মধ্যে দিয়ে পরিবেশ দিবস পালিত হচ্ছে রাজ্য জুড়ে। 
আজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাটী ক্যাম্পাসে বৃক্ষ রোপনের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন করলেন সহ উপাচার্য আশীষ পানিগ্রাহী।

No comments