বামুনপুকুর এলাকায় পরিযায়ী শ্রমিকদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল DYFI কর্মীরা
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পুরো দেশে চলছে লকডাউন। আর তার ফলস্বরূপ কাজ হারিয়েছেন বহু শ্রমিক শ্রেণীর মানুষ। লকডাউন হওয়ার পর থেকে বাইরে কাজ করতে যাওয়া শ্রমিকরা প্রায় অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিলো তারা। সরকারের উদ্যোগে বেশ কিছু শ্রমিক ফিরেছে রাজ্যে। আবার কিছু কিছু শ্রমিক ফিরছে পায়ে হেঁটে, সাইকেলে আবার কেউ বা নিজের বাইকেই। সেইরকমই প্রায় ১৫জন শ্রমিক ইটাবেড়িয়া থেকে মালদা যাবার উদ্দেশ্যে রওনা দিয়েছিলো পায়ে হেঁটেই। মালদা থেকে ইটাবেড়িয়ায় কোন ট্রাকটারের অধীনে কাজ করতো ঐ ১৫জন শ্রমিক। করোনার থাবা প্রতিরোধে চলছে লকডাউন, তাই নেই কোনো কাজ। অসহায়তার জ্বালায় পায়ে হেঁটেই রওনা দিয়েছিলো বাড়ির উদ্দেশ্যে। বহু পথ অতিক্রম করে তারা এসে পৌঁছেছিলো পূর্ব বর্ধমানের বামুনপুকুর এলাকায়। ঘটনাক্রমে ঐ শ্রমিকদের দেখতে পায় বামুনপুকুর এলাকার বেশ কিছু যুবক। স্থানীয় যুবক এবং DYFI এর কিছু কর্মীরা মিলে তাঁদের পৌঁছে দেয় গুইর রেল স্টেশনে। এবং সেখানে ঐ শ্রমিকদের উদ্দেশ্যে খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়। এক সাংবাদিক এবং DYFI কর্মীদের যৌথ উদ্যোগে একটি করে সাবান সাথে ডিটারজেন্ট পাউডার এর ব্যাবস্থা করে দেওয়া হয় তাঁদের, সাথে বাড়ি ফেরার ব্যাবস্থাও করে দেয় উদ্যোগীরা।
No comments