এবার গঙ্গারামপুর পুরসভার প্রশাসক পদে বসানো হল অর্পিতা ঘোষকে
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: বালুরঘাট: পুরপ্রশাসক হিসেবে আরও একটি পুরসভায় বসানো হলো তৃনমুলের রাজ্যসভার সাংসদ তথা দক্ষিন দিনাজপুর জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি অর্পিতা ঘোষকে।আজ বুধবার থেকে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভা তৃনমুলের ক্ষমতায় থাকা বোর্ডের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে । করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে তাই ভোট না করেই ফের আগামীকাল থেকে শাসকদলের পাচ সদস্যকে নিয়ে গঠিত গঙ্গারামপুর পৌরসভা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের অধীনে পরিচালিত হতে চলেছে বলে জানা গেছে।আর সেই পাচ সদস্যের বোর্ড অফ এডমিনিস্ট্রেটরের মধ্যে জেলা তৃনমুল সভাপতি তথা সাংসদ অর্পিতা ঘোষের নাম রয়েছে।প্রসংগত জেলা তৃনমুলের সভাপতি অর্পিতা ঘোষকে গত বছরেই এই জেলার মেয়াদ উর্তীন বালুরঘাট পুরসভার একজন প্রশাসক হিসেবে রাজ্য সরকার নিয়োগ করেছিল। স্বাভাবিক ভাবেই জেলায় প্রশ্ন উঠতে শুরু করেছে তৃনমুলের জেলা সভাপতি হিসেবে কার্য্যভার সামলানোর পর কি ভাবে তিনি দুটি পুরসভার প্রশাসক হিসেবে কাজকর্মের জন্য সময় বের করে উঠতে পারবেন। এরপরেও তিনি রাজ্যসভার একজন সাংসদ তাই তিনি কোনদিকে কতটা সময় দিতে পারবেন সে নিয়ে জনমানসে দেখা দিয়েছে নানান জল্পনা ও গুঞ্জন। গুঞ্জন এই নিয়ে তাহলে কি দলের প্রাক্তন সভাপতির শহরের পুরসভায় খোদ জেলা তৃনমুল সভানেত্রীকেই পুরসভার মাথায় বসিয়ে প্রাক্তনকে চমকানো। অন্যদিকে প্রাক্তন সভাপতিকে ঘিরে জল্পনা তাহলে কি আগামী ২৫ তারিখে খোদ জেলা তৃনমুলের অন্দর মহলেই ফের কোন বদল আসছে। সেদিকেই তাকিয়ে জেলার রাজনৈতিক মহল।
এদিকে রাজ্য থেকে জেলায় এদিন এই সংক্রান্ত নির্দেশ এসেছে। রাজ্যের জয়েন্ট সেক্রেটারি পাঠানোর নির্দেশে জানা গিয়েছে পাঁচজনের অ্যাডমিনিস্ট্রেটর বোর্ড পরিচালনা করবে গঙ্গারামপুর পৌরসভা। বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে যে ৫ জনের নাম রয়েছে তারা হলেন- ১. অমলেন্দু সরকার, ২. রাকেশ পন্ডিত, ৩. অর্পিতা ঘোষ ৪. গৌতম দাস ও ৫. অশোক বর্ধন। চেয়ারপারসন অফ বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছেন বিদায়ী চেয়ারম্যান অমলেন্দু সরকার।উল্লেখ থাকে গৌতম দাস গংগারামপুরের বিধায়ক।
No comments