Recent comments

ads header

Breaking News

লকডাউনে রক্ত সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করল দক্ষিণ দিনাজপুর জেলার যুব তৃণমূল নেতৃত্ব

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: 
লকডাউনের জেরে জেলার ব্লাড  ব্যাংক গুলিতে দেখা দিয়েছে তীব্র রক্ত সংকট।সংক্রমণ ছড়িয়ে পড়ার আতঙ্কে বন্ধ রয়েছে রক্তদান শিবির। এদিকে ঘোরতর বিপাকে পড়েছেন নির্দিষ্ট সময় অন্তর রক্তের প্রয়োজন থাকা রোগীরা।এবার সেই রক্ত সংকট দূর করার উদ্যোগ নিল দক্ষিণ দিনাজপুর জেলা যুব তৃণমূল নেতৃত্ব।
বুধবার, বুনিয়াদপুর সরাইহাট নতুন আলোক ক্লাবে যুব তৃণমূল নেতৃত্ব উদ্যোগে আয়োজিত হল "স্বেচ্ছায় রক্তদান শিবির"। প্রায় ২০ জন ব্যক্তি এদিনের এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন।
উপস্থিত ছিলেন বুনিয়াদপুর পৌরসভার পৌরপতি অখিল চন্দ্র বর্মন, উপ-পৌরপতি জয়ন্ত কুন্ডু, জেলার যুব তৃণমূল সভাপতি আম্বরিস সরকার, বংশীহারী ব্লক যুব তৃণমূল কনভেনার সামিউন কবির, জেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গোপন সরকার ,জেলার যুব তৃণমূল সম্পাদক সরফরাজ আলী সহ অন্যান্য নেতৃত্ব রা।
দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের যুব সভাপতি আম্বরিশ সরকার বলেন "করোনা পরিস্থিতিতে জেলায় রক্ত সংকট মেটাতে জেলা তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষের নির্দেশেই প্রত্যেকটি  ব্লকে, ও টাউনে এভাবেই সামাজিক দূরত্ব বজায় রেখে ছোট ছোট করে রক্তদান শিবির আয়োজন করা হবে।"
তৃণমূল নেতৃত্বের এহেন মহৎ উদ্যোগে নির্দিষ্ট সময় অন্তর রক্তের প্রয়োজন থাকা রোগীরা, বিশেষত থ্যালাসেমিয়া,এবং অস্ত্রপচারের রোগীরা এই করোনা আবহের চরম সংকট কালীন সময়ে অনেকাংশেই উপকৃত হবেন, এমনটাই মনে করছেন জেলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ জন।

No comments