আমেরিকায় বিলাসবহুল জাহাজের চাকরি থাকতেও পেট চালাতে বিক্রি করতে হচ্ছে সবজি
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: কার্তিক মাইতি, বাড়ি পাশকুড়া র বাহারপোতা গ্রামে। আমেরিকাতে কার্নিভাল ক্রুজ শিপে কুকের কাজ করত। দরিদ্র বাড়ির ছেলে , কেবল মাত্র নিজের চেষ্টায় ধার দেনা করে ও এক দিদির আর্থিক সহায়তায় হোটেল ম্যানেজমেন্ট পড়ে পাড়ি দিয়ে ছিল আমেরিকাতে। ১০ মাস কাজ করে যা আয় করে ছিল তা দেনা মেটাতে শেষ হয়ে যায়। লকডাউনের আগেই ছুটিতে ফিরেছিল বাড়িতে। কিন্তু লকডাউনের ফলে আর আমেরিকা যাওয়া হবে কিনা ঠিক নেই। তাই পরিবারকে সচল রাখতে সবজি ব্যবসাকে বেছে নিয়েছে কার্তিক।
No comments