বিডিও কাছে একাধিক দাবিতে ফাঁকা থালা হাতে প্রতীকী অনশনে বসল বিজেপি
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: লকডাউনের মধ্যে অসহায় মানুষের মধ্যে কেন্দ্রের পাঠানো রেশন সামগ্রী সেভাবে বিতরণ করা হচ্ছে না। এমন অভিযোগ তুলে মঙ্গলবার বালুরঘাট বিডিও অফিসের সামনে প্রতীকী অনশন অবস্থানে বসল বিজেপি। এদিন দুপুর ১২ টা থেকে বালুরঘাট সহ জেলার অন্যান্য ব্লকের সামনে অনশন অবস্থানে বসে বিজেপি।
বালুরঘাট বিডিও অফিসের অনশনে হাজির ছিলেন বিজেপির জেলা সভাপতি বিনয় কুমার বর্মণ সহ অন্যান্য জেলা নেতৃত্বরা।
No comments