হতদরিদ্র পরিবারদের দিকে প্রায়শই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে পূর্ব বর্ধমানের 'হিয়ার মাঝে'একটি মহিলা পরিচালিত সংস্থা।
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: করোনা আতঙ্কের মধ্যে বিপর্যয়ের মুখে পরা হতদরিদ্র পরিবারদের দিকে প্রায়শই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে পূর্ব বর্ধমানের 'হিয়ার মাঝে'একটি মহিলা পরিচালিত সংস্থা।
পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ত্রাণ বন্টন করছে তারা। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আটা, আলু, পেঁয়াজ এছাড়াও কোনো কোনো সময় সব্জি ও। ইতিমধ্যেই হিয়ার মাঝে দাঁড়িয়েছে বহু অসহায় দুঃস্থ মানুষদের পাশে। ঐ সংস্থার সদস্যা রা জানিয়েছে "যত দিন লকডাউন চলবে ততদিন আমরা গরিব অসহায় মানুষদের পাশে ছিলাম আর থাকবো"।
আজ হিয়ার মাঝে এর পক্ষ থেকে পূর্ব বর্ধমানের বৈকুন্ঠপুর ২নং পঞ্চায়েতের পালার মোড় এলাকায় ১০০ টি পরিবারের হাতে মুসুর ডাল, সর্ষের তেল, সয়াবিন, আটা এবং সমস্ত রকমের সব্জি তুলে দেওয়া হলো।
অসহায় দুঃস্থ দের উদ্দেশ্যে খাদ্য সামগ্রী বন্টনে উপস্থিত ছিল সমস্ত মহিলা সদস্যারা। *
No comments