Recent comments

ads header

Breaking News

জামালপুর ব্লকের আবুঝহাটি ২ নম্বর অঞ্চলের চৈতালি সংঘের মহিলা গোষ্ঠীর উদ্যোগে দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: গোটা দেশজুড়ে তথা ভারতবর্ষেও চলছে লকডাউন। এর ফলে শ্রমজীবি মানুষেরা কাজ হারিয়ে বসে আছে ঘরে, আজ প্রায় ৫০দিনের ও বেশি বাড়িতে আবদ্ধ তারা। যার ফলে খাদ্যের টান পড়েছে অধিকাংশ বাড়িতে। ঠিক এই সময় সেইসমস্ত অসহায় মানুষগুলোর উদ্দেশ্যে এগিয়ে এলো পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের আবুঝহাটি ২ নম্বর অঞ্চলের চৈতালি সংঘের মহিলা গোষ্ঠী। এদিন তারা প্রায় ৩৪০ টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন । কঠিন পরিস্থিতিতে থাকা ঐ পরিবার গুলি ত্রাণ হাতে পেয়ে খুশি। 
উপস্থিত ছিলেন জামালপুর ব্লকের বি ডি ও শুভঙ্কর মজুমদার, পূর্ত কর্মদক্ষ ভূতনাথ মালিক, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান,  সহ সভাপতি দেবু হেমব্রম, এবং চৈতালি সংঘের মহিলা সদস্যরা।

No comments