হাবড়ায় ফের দুজন করোনার আক্রান্ত
সৌভিক সরকার, নিউজ অনলাইন: উত্তর ২৪ পরগনার হাবড়ায় ফের ২ জনের করোনা পজিটিভ। বেলেঘাটা ফুলবাগানে দশকর্মার দোকান ছিল বছর ষাটের বৃদ্ধের। গত কুড়ি তারিখ জ্বর নিয়ে বাড়িতে ফেরেন তারপর থেকেই অসুস্থ হয়ে পড়েন কয়েকদিন আগে করোনা টেস্ট হয় এবং কাল রিপোর্ট পজিটিভ ধরা পড়ে। হাবরা ১৭ নম্বর ওয়ার্ডের পল্লীমঙ্গল এলাকার বাসিন্দা বয়স ৬০। আজ সকালে তাকে বারাসাত করোনা হাসপাতালে নিয়ে যাওয়া হল।
একই রকমভাব অশোকনগর বনবনিয়া ছোবা পট্টি এলাকায় বছর ২৩ এক যুবকের পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়েছে। এ দুজনকে আজ বারাসত করোনা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এলাকা কন্টেন্টমেন্ট জোন করে বাঁশ দিয়ে ঘেরাও করার কাজ চলছে এবং দুই পরিবারের সদস্যদের হোম কোয়ারইন্টন রাখা হয়েছে। এলাকা স্যানিটাইজ করার কাজ শুরু করেছে ফায়ার ব্রিগেড কর্মীরা।
No comments