হালিশহর বলাকা শিশু মহল ক্লাবের পক্ষ থেকে বীজপুরের করোনা যোদ্ধাদের দেওয়া হল সম্বর্ধনা
সৌভিক সরকার, নিউজ অনলাইন: বুধবার হালিশহর বলাকা শিশুমহল ক্লাবের উদ্যোগে অভিনব প্রয়াশ দেখল গোটা বীজপুর। আমফান ঝড় ও করোনাভাইরাস প্রতিনিয়ত যারা সমাজের মধ্যে থেকে লড়াই করে মানুষের জন্য কাজ করে চলেছে যেমন পুলিশ, ডাক্তার, সাংবাদিক ও বিদ্যুৎ কর্মীদের চন্দনের টিপ ফুল দিয়ে মিষ্টি খাইয়ে তাদের হাতে সংবর্ধনা তুলে দেওয়া হল এই ক্লাবের উদ্যোগে। এইরকম কার্যক্রমের জন্য খুশি ক্লাব সদস্য থেকে সাধারণ মানুষ। মানুষকে লকডাউন মানতে হবে কারণ করোনা ভাইরাসের প্রভাব যাতে বেশি বিস্তার করতে না পারে সেদিকে লক্ষ্য রেখে আমাদের চলতে হবে এমনই কথা বললেন বীজপুর থানার আইসি কৃষ্ণেন্দু ঘোষ।
No comments