বালুরঘাট ব্লকের ডাঙা গ্রাম পঞ্চায়েতের শিরহী এলাকায় গ্রামবাসীদের বাধায় বাড়িতে ঢুকতে পারলনা ভিনরাজ্য থেকে আসা শ্রমিক
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে আসা পরীযায়ী শ্রমিক জামাই -স্ত্রীকে নিয়ে ঢুকতে পারল না শ্বশুর বাড়িতে। গ্রামবাসীরা গ্রামে ঢোকার আগেই তাদের পথ আটকায়। শনিবার সকালে প্রাতভ্রমণে বেরিয়ে বিষয়টি নজরে আসে স্থানীয়দের। এরপর গ্রামের বাইরে তাদের বসিয়ে রাখা হয়। এদিকে গ্রামে ঢুকতে না দেওয়ায় দীর্ঘক্ষণ খোলা জায়গাতেই বসে থাকেন ওই স্বামী ও স্ত্রী। শনিবার বিকেলে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাট ব্লকের ডাঙা গ্রামপঞ্চায়েতের শিরহী এলাকায়। এদিকে ঘটনায় খবর দেওয়া স্বাস্থ্যকর্মী ও পুলিশে। পরে স্বাস্থ্যকর্মীরা গিয়ে স্বামী স্ত্রীকে উদ্ধার করে কোয়ারেন্টাইনে নিয়ে আসে। শুধুমাত্র শিরহী নয় গোটা দক্ষিণ দিনাজপুর জেলায় ১৯ জন গোরখপুর থেকে এসেছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
No comments