Recent comments

ads header

Breaking News

বনগাঁর ছটি ওয়ার্ড কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা, ২১ দিন সম্পূর্ণভাবে সিল করে দেওয়ার সিদ্ধান্ত নিল প্রশাসন


সৌভিক সরকার, নিউজ অনলাইন:
করোনা পরিস্থিতি মোকাবিলায় বড়োসড়ো সিদ্ধান্ত প্রশাসনের। চলতি মাসের ১০ তারিখ থেকে বন্ধ হচ্ছে বনগাঁর সমস্ত দোকান বাজার৷বাড়ি থেকে বের হওয়ার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হচ্ছে সাধারণ মানুষের জন্য৷ ২১ দিন চালু থাকবে এই নিয়ম, শনিবার রাতে বনগাঁর মহকুমা শাসকের আরণ্যক কক্ষে এক বিশেষ আলোচনায় বসেন বনগাঁর প্রশাসনিক কর্তা, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা। সেখানে ঠিক হয় আগামী ২১ দিনের রুপরেখা। পরিস্থিতি মোকাবিলায় সাধারণ মানুষকে সুবিধা দিতে পুরসভার পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সাধারণ মানুষ বাড়ি থেকে না বের হতে পারলেও তাদের প্রয়োজনীয় নিত্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। মোবাইল ফোনের মাধ্যমে কন্ট্রোলরুমে ফোন করলেই প্রয়োজনীয় ওষুধ বা আপৎকালীন পরিস্থিতিতে সমস্ত সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন পৌরপতি শঙ্কর আঢ্য ৷ মহকুমা প্রশাসন সূত্রে খবর রবিবার বিকেল পাঁচটা থেকে বলবৎ হচ্ছে এই নতুন নিয়ম।


বাইটঃ- অশেষ বিক্রম  ঘোষ দস্তিদার ( এসডিপিও বনগাঁ)

No comments