পূর্ব বর্ধমানের শ্রীধর বাসস্ট্যান্ড এর কাছে মুখোমুখি দুটি লরির সংঘর্ষে মৃত ১
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: আজ ভোর বেলায় দুটি মাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘুমন্ত অবস্থায় থাকা এক মহিলার মৃত্যু হয়।
জানা যায় বর্ধমান থেকে আসা একটি কলা বোঝাই লরির সাথে আরামবাগ থেকে আসা একটি ডাব বোঝাই লরির মুখোমুখি ধাক্কা লাগে পূর্ব বর্ধমানের শ্রীধরবাসস্ট্যান্ড এর কাছে। মুখোমুখি সংঘর্ষে কলা বোঝাই ট্রাক টি ঘটনাস্থলে উল্টে যায়, এবং ডাব বোঝাই থাকা ট্রাকটি স্থানীয় একটি ঝুপড়ি তে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে যায়। ঘটনাস্থলেই ঝুপড়ি বাসী এক মহিলার মৃত্যু হয়,বয়স আনুমানিক 35। এবং ঐ ঝুপড়ি বাসী আর একজন গুরুতর আহত হয়। সাথে সাথেই আহত ঐ ব্যাক্তিকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে সেহারা ফাঁড়ির পুলিশ আসে এবং ঘাতক ট্রাক দুটিকে ড্রাইভার সহ আটক করে।
No comments