পেট্রাপোল কাস্টমস অফিসের গেটে তালা দিয়ে বিক্ষোভ শুরু করল স্থানীয় বাসিন্দারা
সৌভিক সরকার, নিউজ অনলাইন:
কলকাতা থেকে প্রতিনিয়ত ও আসছে কাস্টমস অফিসের কর্মীরা l কোয়াটার থাকা সত্ত্বেও প্রতিদিন যাতায়াত করছে কাস্টমস অফিসের কর্মচারীরা তা থেকে ছড়াতে পারে করোনা সংক্রমণ সেই আশঙ্কায় সোমবার সকালে জয়ন্তীপুর এ অবস্থিত পেট্রাপোল কাস্টমস অফিস এবং রেসিডেন্সিয়াল কোয়াটারের গেটে তালা দিয়ে বিক্ষোভ চুল করে স্থানীয় বাসিন্দারা l যশোর রোডের উপরে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বসে পড়ে মহিলারা l তাদের দাবি কাস্টমস অফিসের কর্মীরা এখানে থেকে অফিস করতে পারলে করুক না হলে অফিস বন্ধ রাখতে হবে l
পেট্রাপোল কাস্টমস অফিসের সুপারেনটেনডেন্ট জয়ন্ত কুমার মণ্ডল জানালেন অফিস চালাতে সরকারি কর্মীরা বাইরে থেকে আসছে তার প্রতিবাদে গ্রামবাসীরা ১০:৩০ অফিসের গেটে তালা দিয়ে দিয়েছিল পরবর্তীতে তালা খুলে দেয় l
No comments