পূর্ব বর্ধমান পাল্লার পল্লিমঙ্গল সমিতির উদ্যোগে করা হল থার্মাল স্ক্রিনিং
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পূর্ব বর্ধমান জেলার পাল্লার পল্লিমঙ্গল সমিতি র তরফে পাল্লারোড এলাকায় রেশন নিতে আসা বা বাজার করতে বেরোনো মানুষ জন কে থার্মাল গান ও পালস অক্সোমিটার ব্যবহার করে স্ক্রিনিং করা হল। আনুমানিক ৪৫০ জন কে স্ক্রিনিং করা হয় এদিন। স্ক্রিনিং এ কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি বলে জানায় পল্লী মঙ্গল সমিতির সদস্যরা। আরও জানায় যে এই স্ক্রিনিং এখন চলবে নিয়মিত ভাবেই। আজ পাল্লারোড বাজারে বাজার করতে আসা ও দলুইবাজার ইউসিএসিএস এ রেশন নিতে আসা মানুষজন কে স্ক্রিনিং করা হলো। এই উদ্যোগে খুশি এলাকাবাসি।
No comments