কোলাঘাট ব্লকের রাইন গ্রামে এলাকার গ্রামসদস্যা সান্ত্বনা ঘোড়ই ও স্থানীয় বিজেপির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: কোলাঘাট ব্লকের অন্তর্গত রাইন গ্রামে এলাকার গ্রামসদস্যা সান্ত্বনা ঘোড়ই ও স্থানীয় বিজেপি নেতৃত্বের সহায়তায় আজ এলাকার ২০০ দুঃস্থ মানুষকে দেওয়া হলো খাদ্যসামগ্রী।এদিন এই খাদ্যসামগ্রী সান্ত্বনা ঘোড়ই ছাড়াও খাদ্যসামগ্রী তুলেদেন এলাকার বিজেপি নেতৃত্বরা।মূলত লকডাউন পরবর্তী মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই রাইন গ্রামের ৯০ নম্বর বুথে স্থানীয় নেতৃত্বদের এই বিশেষ উদ্যোগ বলে জানান গ্রাম সদস্যা।
No comments