পূর্ব বর্ধমানের পুনসুর তরুণ সঙ্ঘ ও সৃজন সংস্কৃতির যৌথ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পূর্ব বর্ধমানের পুনসুর তরুণ সঙ্ঘ ও সৃজন সংস্কৃতির যৌথ উদ্যোগে দুঃস্থ মানুষদের সাহায্যার্থে খাদ্য সামগ্রী বন্টন করা হলো। লকডাউন হওয়ায় বন্ধ হয়ে কাজের সুযোগ। ধীরে ধীরে ফুরিয়ে আসছে সাধারণ মানুষের জমানো টাকাও। ফলে দিন আনা দিন খাওয়া মানুষরা চিন্তায় পড়ছে কিভাবে চলবে তাদের সংসার।
যদিও লকডাউন এর প্রথম থেকেই সাহায্যার্থে এগিয়ে ছিলেন সরকারপক্ষ, পাশাপাশি এগিয়ে আসেন বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠানগুলি। এবার অসহায়দের সাহায্যের হাত বাড়িয়ে দিলো পুনসুর এর তরুণ সংঘ ও সৃজন সংস্কৃতির সদস্যরা। ত্রাণ সামগ্রী হিসাবে তারা বন্টণ করে আলু,মুসুর ডাল, সোয়াবিন, তেল, মুড়ি, বিস্কুট, এবং একটি করে সাবান।
খাদ্য সামগ্রী বিলির সাথে সাথে যেইসব দরিদ্র মানুষরা অর্থের এভাবে ওষুধ কিনতে পারেননি তাঁদের উদ্দেশ্যে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ ও তুলে দিলেন তারা।
No comments