দিঘা ও মোহনা উপকূল থানার উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী পালন
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: দিঘা ও মোহানা উপকূল থানার পুলিশের উদ্যোগে পালিত রবীন্দ্র জয়ন্তী।আজ সকালে দুই থানার পুলিশ কর্মীদের নিয়ে দিঘা গেট থেকে উন্নয়ন পর্ষদে অফিস পর্যন্ত রেলি মধ্য দিয়ে রবীন্দ্র জয়ন্তী উদযাপন হল।দীর্ঘ লকডাউনে মানুষ আজ কার্যত গৃহবন্দি।সেই সমস্ত গৃহবন্দী মানুষদের জন্য পুলিশের এই দীর্ঘ রেলির আয়োজন হয়।বিশ্ব বাংলা পার্কের সামনে কবি গুরুকে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন কাঁথি সার্কেল ইনস্পেক্টর সুজয় মুখার্জি সহ দুই থানার পুলিশ আধিকারিক কৃষ্ণেন্দু প্রধান ও বিনয় মান্না।
No comments