Recent comments

ads header

Breaking News

করোনায় আক্রান্ত হলেন অশোকনগরের দিগড়া মালিকবেরিয়া গ্রামের এক কৃষক

সৌভিক সরকার, নিউজ অনলাইন: 
উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার দিগ্রা মালিক বেরিয়া গ্রামের শহিদুল ইসলাম 53 বছর বয়সী বৃদ্ধ শরীরে মিলল করোনার উপসর্গ।

পরিবার সূত্রে জানা যায়, শহিদুল দেড় মাস আগে থেকে ধরে জ্বরে আক্রান্ত। এবং বারাসাত হসপিটালের ডাক্তার দেখায় এবং ওষুধ খাওয়ার পর কিছুটা সুস্থ হয়। গত 25 তারিখ শহিদুলের শরীরে জলের তাপমাত্রা বাড়ায় বারাসাত হাসপাতালে যায়। সেখান থেকে 26 তারিখ এম আর বাঙ্গুর হাসপাতালে পাঠানো হয়। রক্তের নমুনা পরীক্ষার জন্য। নমুনা পরীক্ষা করার পর বাড়িতে চলে আসেন শহিদুল।
বৃহস্পতিবার শহিদুলের রক্তের রিপোর্ট করোনা পজিটিভ হওয়ায়
এম আর বাঙ্গুর হাসপাতাল থেকে শহিদুল কে নিয়ে যাওয়া হয়। ও পরিবারের 12 জন সদস্যকে হোম কোয়ায়েন্টাইন এ পাঠানো হয়।
প্রাথমিকভাবে যেটা জানা যায়, শহিদুল একজন কৃষক সেই কারণেই সবজি বিভিন্ন বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত। করোনাভাইরাস এ কোথা থেকে আক্রান্ত হয়েছে তা এখনো সঠিক জানা যায়নি। যদিও অশোকনগর থানার পুলিশ শহিদুলের বাড়ি স্যানিটাইজার শুরু করে দেয়। ও বাড়ির সকল সদস্যকে কোয়ায়েন্টাইন এ থাকার নির্দেশ দেন।

No comments