ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে দমকলের পক্ষ থেকে স্যানিটাইজ করা হচ্ছে পুলিশ কিয়স্ক
সৌভিক সরকার, নিউজ অনলাইন: বারাকপুর কমিশনারেটের অন্তর্ভুক্ত এলাকায় পুলিশ কিওসক ও পাবলিক প্লেস স্যানিটেশন কাজ করছেন রাজ্য অগ্নিনির্বাপণ বাহিনীর জাওয়ানরা।এই মারন রোগের সবথেকে আগে সংক্রামিত হওয়ার সম্ভাবনা থাকে পুলিশের, তারপর স্বাস্থ্যসেবায় যারা নিয়োজিত থাকেন তাদের।যেভাবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সংক্রমিত হয়েছেন এরপর পুলিশ কর্মীরা সংক্রমিত হওয়ার সম্ভাবনা যেটুকু কমানো যায় তারই প্রচেষ্টা মাত্র।
No comments