কোলাঘাট ব্লকের সাগরবাড় উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের উদ্যোগে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হল দুস্থদের হাতে
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: শুক্রবার কোলাঘাট ব্লকের সাগরবাড় গ্রামে মানুষের সেবায় আবারো সামিল হলো এলাকার মানুষ ।সাগরবাড় হাইস্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে আজ এলাকার ৪৫০ দুঃস্থ মানুষদের হাতে তুলে দিলেন খাদ্যসামগ্রী।এরমধ্যে রয়েছে সব্জী থেকে খাদ্য উপকরন।তবে আজকের এই সহায়তা শিবিরে প্রথমে বর্তমান করোনা পরিস্থিতিতে মানুষ কিভাবে সাবধানতা অবলম্বন করবে সে বিষয়ে বিষদে যেমন জানানো হয়। পাশাপাশি সামাজিক দূরত্ব মেপে এদিনের অনুষ্ঠান চলে।তবে এদিন প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে সাগরবাড় সহ পার্শ্ববর্তী বেশকয়েকটি গ্রামের মোট ৫২ জন প্রতিবন্ধীর হাতে তুলে দেওয়া হয় অর্থ।সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আবারো এই লকডাউন পরিস্থিতিতে মানুষের পাশে থেকে কাজ করবে।
No comments