ঈদের সামগ্রী নিয়ে মানুষের পাশে দাঁড়াল "পাশে আছি" নামক একটি সেচ্ছাসেবী সংস্থা
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: ঈদের সামগ্রী নিয়ে ব্লকের মানুষের পাশে দাঁড়াল পাশে আছি নামক একটি সেচ্ছাসেবী সংস্থা।
এদিন উচ্চগ্রাম অঞ্চলের বেশ কিছু গ্রামে ঈদের সামগ্রী তুলে দেওয়া হয় ঐ সংস্থার পক্ষ থেকে। জানা গেছে লক ডাউনের দিন থেকেই গলসি ১ নং ব্লক জুড়ে হাজার হাজার মানুষকে ত্রান সামগ্রী বিতরন করে আসছে পাশে আছি সংস্থার সভাপতি জাকির হোসেন। এখনও নিত্যদিন একই কাজ চলছে ব্লক জুড়ে।
তবে এবার ব্লকের উচ্চগ্রাম অঞ্চলের বিভিন্ন গ্রামের সংখ্যালঘু গরীব মানুষের জন্য ঈদের সামগ্রী বিতরন করছেন তারা। গলসি ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাশে আছি র সভাপতি জাকির হোসেন লকডাউনের দিন থেকেই মানুষের জন্য বিভিন্ন উদ্দ্যোগ নিয়েছেন। এদিনও প্রায় তিন চারশো পরিবারের হাতে ওই ঈদের সামগ্রী তুলে দেওয়া হয়। ইকো রিক্সা নিয়ে গ্রামে বাড়ি বাড়ি ঘুরে বাড়ির দরজায় দরজায় পৌছে দেওয়া হয় ঈদের উপহার। লক ডাউনে কর্মহীন সংখ্যালঘু মানুষের জন্য এমন উদ্দ্যোগে বেশ খুশি এলাকার মানুষ।
No comments